নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজারে জাবের আহমদ (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার লাউতা ইউনিয়নের বড়গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
তার ঝুলন্ত দেহ দেখতে পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ লাশ উদ্ধার করে। মৃত জাবের বড়গ্রামের আব্দুল মতিনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকালে সে বাড়ির পাশে জমিতে ধান রোপণের জন্য যায়। দুপুর ১২টার দিকে খাবার নিয়ে তার মা জমিতে যাওয়ার পথে রাস্তার পাশে বাঁশ বাগানের একটি বাঁশের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন ও পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, প্রাথমিক তদন্তে বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তার হাতে ইংরেজিতে জে প্লাস এস লেখা রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
