আলোচিত সিলেট ডেস্ক : গোলাপগঞ্জে জাসদ সমর্থিত ছাত্রলীগের উপজেলা আহবায়ক আবুল হোসেন হিরার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শংকর চন্দ্র দেব বলেন, আবুল হোসেন হিরা ও তার ভাই আবুল কাশেম রনি দীর্ঘ দিন থেকে অস্ত্র ব্যবসার সাথে জড়িত আমাদের কাছে অভিযোগ ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ এপ্রিল) রাতে আবুল হোসেন হিরার বাড়িতে অভিযান চালাই। এ সময় ঘরের ভিতরে বক্সের নিচে একটি ব্যাগ থেকে দু'টি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৩ টি চাইনিজ চাকু, একটি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
অভিযানের সময় আবু্ল হোসেন হিরা ও তার ভাই আবুল কাশেম রনি বাড়িতে উপস্থিত না থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। তবে তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
