মো. রিয়াজ উদ্দিন : যেখানেই অপকর্ম সেখানেই গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা জাবেদ আহমদ।
জাবেদ আহমদের বাড়ি লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলশাইন্দ গ্রামে।
জানা যায়, জাবেদ আহমদ একজন চিহ্নিত সন্ত্রাসী। তার একদল সন্ত্রাসী বাহিনী রয়েছে। তার বিভিন্ন ধরণের খারাপ কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন উপজেলার মানুষ। কোন মানুষ খারাপ কাজের প্রতিবাদ করতে গেলে সে সহ তার সন্ত্রাসী বাহিনীর হাতে মারধরের শিকার হতে হয়। বিভিন্ন এলাকায় চুরি-চাঁদাবাজি-জুয়া- ইভটিজিং-মারামারিসহ সব ধরণের খারাপ কাজ তার নেতৃত্বে হয়ে থাকে। এসব কর্মকাণ্ডের কারণে মানুষ থানা পুলিশে অভিযোগ করেও তার কোন প্রতিকার পাননা।
এদিকে গত ২৬ এপ্রিল সমছু মিয়ার স্কুল পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়ার সময় ইভটিজিং করে জাবেদ আহমদ। এসময় তার সাথে তার সন্ত্রাসী বাহিনীও ছিল। অপমান সইতে না পেরে ওই স্কুল ছাত্রী বাড়িতে এসে আত্মহত্যারও চেষ্টা করে বলে জানা যায়। এবিষয়ে তার বাড়িতে বিচার চাইতে গেলে উল্টো তার পরিবারের মারামারির শিকার হতে হয় ভুক্তভোগী পরিবারকে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক বলেন, জাবেদ আহমদ একজন সন্ত্রাসী। তার কারণে এলাকার মানুষ খুবই ভয়ের মধ্যে আছেন। তার খারাপ কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে সে তাকে মারধর করে থাকে।
এবিষয়ে অনেকটা তার পক্ষ নিয়ে কথা বলেন গোলােগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী রহমান। তিনি বলেন, এসব বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।
