নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেট-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ, হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম এর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জের আলিম উলামারা ঐক্যবদ্ধ হয়ে আমাকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন। জনগণের সেবা করার জন্য রাজনীতিতে এসেছি, মানুষের সেবা করে যাবো। কেবল প্রতীক দেখেই নয়; যোগ্য প্রার্থী দেখে মানুষ তাদের মতামত প্রকাশ করবে বলে মন্তব্য করেন তিনি।
মাওলানা ফখরুল বলেন, সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থনের কথা চিন্তা করেই আমি মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি। মানুষের যে ভালবাসা পেয়েছি, ইনশাআল্লাহ আমি সে ঋণ পরিশোধ করার চেষ্টা করবো। সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের উন্নয়নে কাজ করে যাবো। মানুষের ভালোবাসা ও সমর্থন থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ, মাওলানা আব্দুশ শহিদ, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মতিন নাদিয়া, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আতিকুর রহমান, সহ সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, গোলাপগঞ্জ জমিয়তের সহ সভাপতি মাওলানা মাহফুজ আহমদ, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, গোলাপগঞ্জ পৌর জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল গফফার প্রমুখ
উল্লেখ্য, সিলেট-৬ আসনে তরুণ সমাজসেবী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম গত এক বছর ধরে দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিরামহীন প্রচারণা চালিয়েছেন। প্রান্তিক জনপদের শতাধিক চলাচলের রাস্তার দীর্ঘদিনের ভোগান্তি নিজ অর্থায়নে দূর করেছেন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেও ব্যাপক অর্থ অনুদান দিয়েছেন। সাধারণ মানুষের প্রতি মানবিক আচরণ ও আর্থিক সহায়তা অত্র জনপদে তাঁর শক্ত একটি অবস্থান তৈরি করেছে। সাধারণ মানুষের এ ভালবাসা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে ভোটের মাঠে শক্ত প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছে। এজন্য স্বতন্ত্র প্রার্থী হলেও সিলেট ৬ আসনে তিনি মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন বলে সাধারণ ভোটারদের ধারণা।
