গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে আত্মপ্রকাশ করলো প্রবাসীদের সংগঠন "প্রবাসী একতা পরিষদ"। রোববার সন্ধ্যা ৭টায় গোলাপগঞ্জ পৌর শহরের জিবি টেলিভিশনের হলরুমে কেক কাটার মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে। এছাড়াও সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আলোচনা সভা ও অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
গোলাপগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক সনদপ্রাপ্ত, প্রাক্তন শিক্ষক আলহাজ্ব মোঃ রফিক উদ্দিনের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফাহিম আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান খলকু, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান আহমদ মজনু, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল উদ্দিন, বাঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম পারভেজ, নিজার্সি যুক্তরাষ্ট্র ইউনাইটেড ফোরামের সভাপতি মাছুম রহমান, নিজ লক্ষণাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদ উল করিম, তাফিয়া জাসির নূরানিয়া পাঠশালার সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম জনি।
বিশিষ্ট সমাজসেবী মাওলানা মোঃ রেদওয়ান আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাকেল উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বদরুল আলম, সহ সভাপতি জাহিদ উদ্দিন, মোঃ শাহ আলম, দেলোয়ার হোসেন মাহমুদ, কে এম আব্দুল্লাহ, তরুণ সমাজসেবী সায়েক আহমদ চৌধুরী, শাকিল আহমদ চৌধুরী, কাইয়ুম আহমদ, মাছুম আহমদ, বাবুল আহমদ, ছালিক আহমদ, জামিল আহমদ, মিলন মাহমুদ, জুবের আহমদ, রব্বানী আহমদ, কাইয়ুম আহমদ, শিমুল আহমদ, রিজু আহমদ, ছাব্বির আহমদ, রাসেল আহমদ প্রমুখ।
