গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ৪টি হত্যা মামলাসহ ১৪টি মামলার আসামি যুবলীগ নেতা অপু আহমদ বদইকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের মৃত পাখি মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, যুবলীগ নেতা বদইর বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ৪টি হত্যা, ২টি আহত, ১টি মাদক, ১টি দ্রুত বিচার আইনের, ১টি নারী ও শিশু নির্যাতন এবং ৫টি অন্যান্য ধারার মামলাসহ ১৪টি মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল ইসলাম বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
