গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি তারেক আহমদকে (২৯) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বানিগাজী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বানিগাজী গ্রামের মহরম আলীর ছেলে।
জানা যায়, গ্রেপ্তারকৃত তারেক আহমদের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় বৈষম্য বিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
