গোলাপগঞ্জ প্রতিনিধি : যুক্তরাজ্য থেকে দেশে এসে পৌঁছেছেন সিলেট-৬ আসনে খেলাফত মজলিসের (দেওয়াল ঘড়ি প্রতীক) প্রার্থী মাওলানা সাদিকুর রহমান।
রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলা খেলাফত মজলিস, যুব-ছাত্র ও শ্রমিক মজলিস নেতৃবৃন্দ।
খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সাদিকুর রহমান বলেন,'আল্লাহ যদি আমাকে কবুল করেন, সততার সহিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর আকাঙ্খা, চাহিদা পূরণে কাজ করব।'
তিনি বলেন,'খেলাফত মজলিসের স্লোগান হচ্ছে বিবেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।' বর্তমানে বাংলাদেশে হিংসা-বিবেদের রাজনীতি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন,'যতক্ষণ পর্যন্ত যোগ্য-সততা-খোদা ভীরু জনপ্রতিনিধি আমরা নির্বাচিত করতে না পারছি ততদিন পর্যন্ত বাংলাদেশে শান্তি আসবে না।'
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদ, সহসাধারণ সম্পাদক হাফিজ শিব্বির আহমদ,পর্তুগাল খেলাফত মজলিসের সভাপতি শামসুজ্জামান, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল আহাদ, বিয়ানীবাজার উপজেলা সহসভাপতি মাওলানা আব্দুল হালিম, মাওলানা জামিল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক, বিয়ানীবাজার উপজেলা সেক্রেটারী মাওলানা আবুল হাসান, গোলাপগঞ্জ পৌর খেলাফত মজলিসের সেক্রেটারী মুফতি জাবের আল হোসাইন, উপজেলা শ্রমিক মজলিসের সভাপতি ইছরাব আলী প্রমুখ।