গোলাপগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল জিয়াউল আজিমের পুত্র মোহাম্মদ জারিফ বিন আজিমের অকাল মৃত্যুতে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে সমিতি বোর্ডের সভাপতি মোহাম্মদ মাহবুব আহমদের সভাপতিত্বে বোর্ড রুমে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন সমিতি বোর্ডের সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, সমিতির সহ-সভাপতি শফিউর রহমান, সচিব আব্দুল হাই নন্না, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, পরিচালকদের মধ্যে শহিদুল হক, মেন্দি মিয়া, মহিলা পরিচালক ফজিলাতুন কদর চৌধুরী, ছালেহা খাতুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ওসমানীনগর জোনাল অফিসের ডিজিএম নাইমুল ইসলাম, গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ওবায়দুল হক, বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম আব্দুল্লাহ আল নোমান, বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ফয়জুল্লাহ, জকিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সারোয়ার জাহান, এজিএম (প্রশাসন) আরিফ উজ-জামান, এজিএম (এমএস) পলাশ মালাকার, এজিএম (অর্থ) আশরাফুল আজিম মিঠু, এজিএম (ইএনসি) পারভেজ আলম প্রমুখ।
শোক সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।