গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী এম এ মান্নানের নেতৃত্বে একটি মিছিল উপজেলা যুবদলের কর্মীসভায় যোগদান করেছে।
শনিবার দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভার পূর্বে সভাপতি পদপ্রার্থী এম ও মান্নান পৌর শহরের টিকরবাড়ি থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে স্লোগানে স্লোগান মিছিল সহকারে কর্মীসভায় যোগদান করেন।
কর্মীসভায় তার বক্তব্যে এম এ মান্নান বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে দলের জন্য রাজনীতি করতে গিয়ে হামলা, মামলা ও হয়রানির শিকার হয়েছি। যে কোন আন্দোলনে মাঠে ছিলাম। এবার দীর্ঘদিন পর উপজেলা যুবদলের কমিটি আসছে। আমি আশাবাদী জেলা নেতৃবৃন্দ আমার বিগত দিনের রাজনীতি দেখে আমাকে মূল্যায়ন করবেন।
এম এ মান্নান সিলেট জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকাদক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতির দায়িত্ব ছিলেন।