নিউজ ডেস্ক : সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন লিমনসহ কয়েকজন নেতাকর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও তাদের সমর্থকরা এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে লিমনসহ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুজ্জামান আদালতে হাজির হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাফর, রাদী, মিলন, হোসেন ও ওয়াসিম আকরামের নেতৃত্বে শতাধিক কর্মী আদালত প্রাঙ্গণে জড়ো হয়। এক পর্যায়ে তারা পুলিশের হেফাজতে থাকা আসামিদের উপর সংঘবদ্ধ হামলা চালায়।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি জকিগঞ্জ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। আজ অন্য একটি মামলায় হাজিরার জন্য সিলেট আদালতে আনা হলে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হামলার পরপরই লিমনসহ অন্যান্য আসামিদের পুনরায় সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। এসময় আসামিদের হাসিমুখে প্রিয়জনদের সঙ্গে কথা বলতে দেখা যায়।
