গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের গর্ভণিং বডির নতুন কমিটি দায়িত্ব গ্রহন করেছেন। সোমবার শিক্ষক অভিভাবকরা আনুষ্ঠানিক ভাবে তাদের বরণ করেন।
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ডঃ সৈয়দ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক পত্রে গত ৮মে নতুন কমিটি আনুমোদিত হয়েছে মর্মে জানানো হয়।
এতে অভিভাবকদের পক্ষ থেকে প্রভাষক সুলতান মাহমুূদ (আল আমিন) কে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাদী পাবেলকে সদস্য মনোনীত করা হয়।
এদিকে কমিটির নব নির্বাচিত প্রতিনিধিদের বরন করতে গত সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বিগত সময়ে কমিটির দায়িত্ব পালনকারী একাধিক ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক, শিক্ষানুরাগীসহ বিশিষ্ট জনেরা বক্তব্য রাখেন।
এসময় রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সবাই একমত পোষন করে বলেন আগামীতে আমরা এ প্রতিষ্ঠানকে উপজেলার সেরা একটি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। অনুষ্ঠানে সভাপতি ও সদস্যগন কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের বক্তব্যে সকলের সহযোগীতা কামনা করেছেন।