নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে বাঘা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুহেল আহমদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিএনপি-জামায়াত ও ছাত্ররা।
গতকাল সোমবার (৫ আগস্ট) বিকেলে বাঘা ইউনিয়নের লালনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
সুহেল আহমদের বাঘা ইউনিয়নের লালনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার বাবা নুরুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট জেলা মৎস্যজীবি লীগের সহ-সভাপতি। বড় ভাই মো.জুয়েল আহমদ মনসুর বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ছোট ভাই সুজন আহমদ সিলেট জেলা ছাত্রলীগ নেতা।
জানা যায়, গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে দেশত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পালিয়ে যাওয়ার খবরে দেশজুড়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর, বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায় বিএনপি, জামায়াত ও ছাত্ররা। বাদ যায়নি বাঘা ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুহেল আহমদের বাড়িও। গতকাল বিকেলে বিএনপি, জামায়াত ও আন্দোলনে সম্পৃক্ত ছাত্ররা সুহেল আহমদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।
কারণ সুহেল আহমদসহ তার বাবা-ভাই সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এসময় তাদের কাউকে বাড়িতে না পেয়ে ভবিষ্যতে প্রাণে হত্যার হুমকি দিয়ে যায় তারা।
ভুক্তভোগী ছাত্রলীগ নেতা সুহেল আহমদ জানান, আমাদের পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে সন্ত্রাসীরা আমাদের বাড়িতে এসে হামলা ও ভাঙচুর চালায়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন হামলার খবর পেয়েছি।