নিউজ ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেটের মুরারিচাঁদ কলেজের সাবেক ছাত্রশিবির নেতা জুবায়ের আহমদ সিদ্দিকী সুইটের বাড়িতে দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের হরিপুর গ্রামে শিবির নেতা সুইটের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন।
হামলার সময় তার বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। এই ঘটনার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করছেন জুবায়ের সিদ্দিকী সুইটের বাবা আহমদ জামাল উদ্দিন সিদ্দিকী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, জুবায়ের আহমদ সিদ্দিকী সুইট কয়েক বছর ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি সেখানে কয়েকটি মানবাধিকার সংগঠনের সাথে জড়িত, যারা বাংলাদেশের মতপ্রকাশ, মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করে এবং শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করে। এছাড়াও, জুবায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের নানা সমালোচনা করে আসছেন। এর জেরে গত কয়েক বছর ধরে জুবায়েরের বাংলাদেশের বাড়িতে আওয়ামী লীগ ও তার সহযোগী ছাত্রলীগ নেতাকর্মীরা তার পরিবারকে হুমকি দিয়ে আসছিল।
এদিকে, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতৃত্বে দেশে ঘটে যাওয়া অভ্যূত্থানে তিনি ছাত্র-জনতার পক্ষে সক্রিয় ছিলেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীরা তার পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। গত ৫ আগস্ট জনরোষে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী সন্ত্রাসীরা আত্মগোপনে থাকলেও বিরোধী নেতাকর্মীদের বাসা-বাড়িতে চোরাগুপ্তা হামলা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১০ আগস্ট) রাতে জুবায়ের আহমদ সিদ্দিকী সুইটের বাড়িতে হামলা চালানো হয়েছে। এসময় তার বাড়িতে কেউ না থাকায় দুর্বৃত্তরা ইচ্ছামতো ভাঙচুর ও লুটপাট চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ নানা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
এব্যাপারে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, 'একটি হামলার খবর শুনেছি। লিখিত অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেব।'