নিউজ ডেস্ক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দিন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার (৫ আগস্ট) বিকেলে নগরীর ১২/B মৌচাক সাদিপুর শিবগঞ্জের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে দেশত্যাগ করে ভারতে নিরাপদ স্থানে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন গোটা দেশজুড়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাসা-বাড়িতে, ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ চালানো হয়৷ বাদ যায়নি সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের বাসাও। মোটরসাইকেল যোগে প্রায় অর্ধশতাধিক জামায়াত-বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তার বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। লুট করে নিয়ে যায় বাসার মূল্যবান জিনিসপত্র। বাসায় থাকা মুশফিক জায়গীরদারের পরিবারের সদস্যদের দেওয়া হয় হুমকি।
মুঠোফোনে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন,'গতকাল বিকেলের দিকে মোটরসাইকেল যোগে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা আমার বাসায় এসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় তারা বাসার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।'