নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মিথ্যা মামলায় আসামি হতে হয়েছে আবুল কালামকে (৪৭)। তিনি গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়া গ্রামের মৃত আপ্তাব আলীর।
গতকাল (২৭ আগস্ট) মাননীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালত, সিলেট-এ একটি মামলা দায়ের করেন (কোতোয়ালী থানার মামলা নং-১৭, যাহা কোতোয়ালী জি,আর ১৩৫/২০২৪ ইং) কোতোয়ালি থানার তোপখানা গ্রামের জমসেদ হোসেনের ছেলে রাবেল হোসেন। মামলায় ৫৭ জনের নামোল্লেখ ও ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
ওই মামলায় যুক্তরাজ্য প্রবাসী আবুল কালামকে ৩১ নাম্বার আসামি করা হয়৷
মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেলে ছাত্র-জনতা শেখ হাসিনার পতনের দাবিতে সিলেট নগরীর জিন্দাবাজার থেকে চৌহাট্টা পয়েন্টে মিছিল নিয়ে যাওয়ার পথে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশ-বিদেশী আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি ছুঁড়তে থাকে৷ মিছিলে থাকা বাদি রাবেল হোসেনের বড় ভাই লিমন আহমদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এঘটনায় আহত লিমন আহমদের ভাই রাবেল আহমদ মামলা দায়ের করেন৷
এদিকে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে থেকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মিথ্যা মামলায় আসামি হয়েছেন আবুল কালাম। এবিষয়ে তিনি বলেন, আমাদের বাড়ির পাশ্ববর্তী আজির উদ্দিন মেম্বারের সাথে আমাদের জায়গা সংক্রান্ত বিরোধ রয়েছে। মামলার বাদি আজির উদ্দিনের আত্মীয়। আমি ধারণা করছি আজির উদ্দিন আমাকে ফাঁসাতে ওই মামলায় আমাকে মিথ্যা ভাবে আসামি করেছে৷
