আলোচিত সিলেট ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা মো.আব্দুল্লাহ আল হোসেনের বাড়িতে দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার (১৪ আগস্ট) রাতে উপজেলার দক্ষিণ সুরমা উপজেলার নিজ জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ নেতা মো.আব্দুল্লাহ আল হোসেনের ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র ভাংচুর করা হয় এবং ঘরে থাকা নগদ টাকাও লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
মো.আব্দুল্লাহ আল হোসেনের মা বলেন, 'গত বুধবার রাতে হঠাৎ করে ১০/১৫ জন যুবক ঘরে ঢুকে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা জিনিসপত্রে ভাঙচুর চালায়৷'
তিনি আরও বলেন,'আমার ছেলে যুক্তরাজ্য প্রবাসী মো.আব্দুল্লাহ আল হোসেন ফেসবুকে লেখালেখির কারণে তারা এ হামলা চালিয়েছেন৷ তাকে কোন সময় কাছে পেলে মেরে ফেলার হুমকি দেয় তারা৷'
যুক্তরাজ্য প্রবাসী মো.আব্দুল্লাহ আল হোসেন মুঠোফোনে জানান,' আমার মা গতকাল বৃহস্পতিবার আমাকে ফোন করেন জানান ১০/১৫ জন যুবক আমার বাড়িতে এসে হামলা চালিয়েছে। বিভিন্ন সময় আমি ফেসবুকে বিভিন্ন ইস্যু নিয়ে লেখালেখি করি৷ ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে আমার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।'
এবিষয়ে মোগলবাজার থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।'