নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যুক্তরাজ্যে থেকেও হত্যা চেষ্টা মামলার আসামি হয়েছেন গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন ছাত্রলীগ নেতা প্রণব দেব (২৯)।
তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামের চতুল চন্দ্র দেবের ছেলে।
গত (২৭ আগস্ট) সিলেটের মাননীয় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এ একটি হত্যা চেষ্টা মামলা (মামলা নং:২৯৮/২০২৪ইং) দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আহত মনোয়ার মিয়া (২৮) নামে এক যুবক। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামের ছুরাই মিয়ার ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, ছাত্রলীগ নেতা প্রণব দেব মামলার বাদি মনোয়ার মিয়ার দায়ের করা মামলার ২৫ নং আসামি। ২নং হতে ৬৩নং আসামিরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে৷ এছাড়া বাদীসহ জনতাকে এলোপাতারি মারধর করেন।
জানা যায়, ছাত্রলীগ নেতা প্রণব দেব প্রায় দেড় বছর ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। যুক্তরাজ্যে অবস্থান করলেও তাকে ফাঁসাতে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।