ওসমানীনগর প্রতিনিধি : ভ্রাম্যমাণ আদালত নির্ধারিত দরে গরুর মাংস বিক্রির নির্দেশ দেয়ায় সিলেটের ওসমানীনগরে মাংস বিক্রি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। ফলে গত, তিনদিন ধরে গরুর মাংস পাচ্ছেন না ক্রেতা সাধারণ। এতে ব্যবসায়ীদের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।
ব্যবসায়ীদের দাবি সরকার নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করতে হলে লোকসান গুনতে হবে তাই তারা দোকান বন্ধ করে দিয়েছেন।
জানা যায়, গোয়ালাবাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ (হাঁড়) ও এক হাজার (শুধু মাংস) টাকা বিক্রি করে আসছিল ভাই ভাই মিট হাউস ও মামুন মিট হাউস।
রোজার আগের দিন গরুর মাংসের প্রচুর চাহিদা তৈরি হওয়ায় কেজিতে ৫০ ও ১০০ টাকা বাড়িয়ে দিলে ক্ষুব্ধ হয়ে উঠেন ক্রেতা সাধারণ। মাংসের দর নিয়ে ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। শেষ পর্যন্ত গত শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাশ পুরকায়স্থ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা হারে জরিমানা আদায় করে সরকার নির্ধারিত ৬৬৪ টাকা দরে বিক্রির নির্দেশ দেন। অভিযানের পরদিন থেকে ব্যবসা প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেন।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় একমাত্র গোয়ালাবাজারে প্রতিদিন দুটি দোকানে গরুর মাংস বিক্রি করা হয়। এ ছাড়া দয়ামির বাজারে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার মাংস বিক্রি করা হয়। বর্তমানে ৭৫০ টাকা দরে (হাড় মাংস) বিক্রি করছে। এ ছাড়া আর কোনো হাটবাজারে মাংস পাওয়া যায় না। গত তিনদিন ধরে দোকান বন্ধ থাকায় বিভিন্ন এলাকার মানুষ মাংস নিতে এসে শূন্য হাতেই ফিরে যেতে হচ্ছে। মাংস বিক্রি বন্ধের বিষয়টি সামাজিক যোগাযোগ ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড় তুলছে।
ভাই ভাই মিট হাউসের মালিক ছরাব মিয়া বলেন, গরুর দর বেশি হওয়ায় সরকার নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করতে গেলে বড় অঙ্কের লোকসান গুনতে হবে। ব্যবসা করে যদি লোকসান দিতে হয় তাহলে ব্যবসা করে লাভ কি। তাই দোকান বন্ধ করে দিয়েছি।
গোয়ালাবাজারের ব্যাবসায়ী দুরুদ মিয়া বলেন, রোজার আগের দিন হঠাৎ করে মাংসের দর বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় আজ তিনদিন ধরে দোকান বন্ধ রেখেছেন তারা । এতে করে মানুষ গরুর মাংস নিতে এসে বিপাকে পড়ছেন। শুনেছি আগামীকাল থেকে মাংসের দোকানগুলো খুলা হতে পারে। তবে আমাদের সকলের দাবি সরকারের দেওয়া নির্ধারিত দামে যেন গরুর মাংস বিক্রি হয় এবং নিয়মিত যেন বাজার মনিটরিং করা হয়। তাহলে অসাধু ব্যবসায়ীরা দাম মত বাড়াতে পারবে না।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাশ পুরকায়স্থ বলেন, সরকার নির্ধারিত মূল্যের বেশি দরে মাংস বিক্রির অভিযোগে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়। দোকান বন্ধ রাখার বিষয়টি তাদের ব্যক্তিগত ব্যাপার। অন্য কোনো বাজারে বেশি দরে বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।