গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে উপজেলা তাঁতীলীগের উদ্যোগে তাঁতীলীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) রাত পোনে ১২টার দিকে উপজেলার পৌর শহরের আসিদ আলী শপিং কমপ্লেক্সে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা তাঁতীলীগের সহসভাপতি নাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ছোটন, গোলাপগঞ্জ উপজেলা তাঁতীলীগের সভাপতি আবুল মনসুর চৌধুরী সুমন, সহসভাপতি শাহ আজমান, আলী হোসেন, সাধারণ সম্পাদক শাকিল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, আতাউর রহমান রানা, ধর্ম বিষয়ক সম্পাদক সোহেল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ উপজেলার সহসভাপতি সুলেমান আহমদ, উপজেলা যুবলীগ নেতা নাজিম উদ্দীন, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা আমান আহমদ, জাকারিয়া আহমদ লাকি।
এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।