ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে প্রায় সহস্রাধিক মানুষের মধ্যে জেলা যুবলীগের অর্থ সম্পাদক কামরুল ইসলামের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার দয়ামীর ও তাজপুর দুই ইউনিয়নের বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
দয়ামীর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণকালে সিলেট জেলা যুবলীগের অর্থ সম্পাদক কামরুল ইসলাম বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষ ঠান্ডার মধ্যে কষ্ট করে জীবন যাপন করছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমরা প্রতি বছর উছমানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি। তারই ধারাবাহি এবার সারা উপজেলায় শীতবস্ত্র বিতরণ করার উদ্যেগ নিয়েছি। সমাজের যারা বিত্তবান আছেন তারা এসব মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার হাত বাড়িয়ে দিলেও একটু ভালো থাকবেন তারা। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ফয়ছল আহমদ,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জুবায়ের আমিন, দয়ামীর ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক নিজামুল ইসলাম, যুবলীগ নেতা মোজাহিদ আহমেদ, সোহেল আহমদ, ছাত্রলীগ নেতা সাকলাইন মোস্তাক, নবীন আহমদ, খালেদ আহমদ প্রমুখ।