জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনাই যেনো মরণ হয়ে দাঁড়িয়েছে। এবার দাঁড়িয়ে থাকা এ্যাম্বুলেন্সকে চাপা দিলো একটি ট্রাক।
শনিবার (২০ জানুয়ারি) বিকেলে ৪টায় সিলেট তামাবিল মহাসড়ক হরিপুর বাজার সংলগ্ন ইলিয়াস ড্রাইভারের বাড়ির সম্মুখে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর এ্যাম্বুলেন্সকে জাফলং গামী একটি ড্রিস্টিক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় এতে করে একটি বৈদ্যুতিক খাম্বা ও এ্যাম্বুলেন্স দুমড়ে মুচড়ে যায়। তবে এঘটনায় কেউই হতাহত হয়নি।
এ বিষয়ে ইলিয়াস আহমদ জানান, আমার পরিবার অসুস্থ হওয়ায় সিলেট হাসপাতালে নেওয়ার জন্য এ্যাম্বুলেন্স আসে। গাড়িটি বাড়ির সামনেই সাইট করে রাখা ছিলো।আমার পরিবার গাড়িতে উঠার আগ মূহুর্তে হঠাৎ করেই ট্রাক গাড়ি এ্যাম্বুলেন্সকে চাপা দেয়। ভাগ্যক্রমে আমার পরিবার বেঁচে যায়।