বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাষ্ট ইউ'কের আয়োজনে আন্তঃ বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট -২০২৪ এ অংশগ্রহণকারী সকল স্কুল সমূহের প্রতিনিধি ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্রিকেটের সাথে সম্পৃক্ত দায়িত্বশীলদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়।
বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাষ্টের বাংলাদেশ কমিটির সভাপতি ফখরুল আহমদ এর সভাপতিত্বে সহ সাধারণ সম্পাদক একে এম তুহেম এর পরিচালনায় মতবিনিময় করেন রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমুল ইসলাম,উপজেলা ক্রিকেট এসোসিয়েশন এর সভাপতি আরব শাহ,উপজেলা ফুটবল এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পি,উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান মিয়া,বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
এসময় বিভিন্ন ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
সভায়, উপজেলার ২৩ টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ফ্রীতে আন্তঃ বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।