জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ৪ ছাত্রলীগ নেতাকর্মীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী ইমরান আহমদ এমপি।
এক শোক বার্তায় ইমরান আহমেদ বলেন, চার তরুণ ছাত্রনেতা জৈন্তাপুরের সামাজিক ও ছাত্র রাজনীতি অঙ্গে পরিচিত মুখ তাদের শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। আমি গভীরভাবে শোকাহত। এমপি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য: শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় সিলেট তামাবিল মহাসড়ক ৪ নম্বর বাংলা বাজার ব্রিজ এর পাশে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে চার জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের সরকারি স্কুল সংলগ্ন তোয়াসি হাটির বাসিন্দা রনদীপ পালের ছেলে নেহাল পাল(২৬) কমলা বাড়ি গ্রামের জামাল আহমদের ছেলে জুবায়ের আহমদ (২৫), বড় পুকুরপাড় পানিয়ারা হাটি আরজু মিয়ার ছেলে মেহেদী হাসান তমাল (২৬) ও জাঙ্গাল হাটির হারুন মিয়ার বড় ছেলে সুমন আহমদ (২৫)।
নিহত জুবায়ের, তমাল ও সুমনের নামাজের জানাজা আজ শনিবার দুপুর ২টায় জৈন্তাপুর রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হবে।