রাজা মিয়া, বিশ্বনাথ : রাত পোহালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ বিশ্বনাথ ওসমানীনগরে ভোটাররা বলছেন মূল লড়াই হবে নৌকা ও ট্রাকের। সর্বশেষ ৫ জানুয়ারি শুক্রবার সকাল ৮ টা থেকে সকল ধরনের প্রচার প্রচারণা বন্ধ রেখেছেন সকল প্রার্থী ও সমর্থকরা।
এ আসনে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান বর্তমান মেয়র মুহিবুর রহমানকে নিয়ে চলছে শেষ হিসাব।
মুহিবুর রহমানের দাবি, তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ৮০ শতাংশ ভোটে বিজয়ী হবেন তিনি। নির্বাচনে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েছেন আওয়ামীলীগ প্রার্থী( নৌকা) শফিকুর রহমান চৌধুরী। তার জয়ের বাধা হয়ে দাঁড়িয়েছেন মুহিবুর রহমান।
এদিকে এবারের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় প্রধান বিরোদী দল হিসেবে মাঠে আছে জাতীয় পার্টি। তবে আসনে জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য, গেল একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান এবারও তেমন কোন প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলে মনে করছে এলাকার সাধারণ ভোটাররা। এছাড়াও মাঠে রয়েছেন বর্তমান সংসদ সদস্য গণফোরাম প্রার্থী মোকাব্বির খান, তৃণমূল বিএনপি প্রার্থী আবদুর রব মল্লিক (সোনালী আঁশ),এনপিপি প্রার্থী মনোয়ার হোসাইন (আম) ও বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো. জহির (ডাব) প্রতীক নিয়ে ভোট করছেন।
জানা যায়, মেয়র পদে বহাল থেকে প্রার্থী হওয়ায় প্রথম দিকে মুহিবুরের প্রার্থিতা বাতিল করেন রির্টানিং কর্মকর্তা। এতে সিলেট-২ আসনে নিশ্চিত হয়ে গিয়েছিল নৌকার জয়। কিন্তু পরে উচ্চ আদালতে প্রার্থিতা ফিরে পাওয়ায় বদলে যায় পরিস্থিতি। আওয়ামী লীগের কর্মী ও সমর্থকের একটা অংশ চলে যায় মুহিবুরের পক্ষে। এ সুযোগ কাজে লাগিয়ে ভোটের মাঠে এগিয়ে রযেছেন তিনি।