গোলাপগঞ্জ প্রতিনিধি : আরব আমিরাতের আবুধাবিতে এক দুর্ঘটনায় গোলাপগঞ্জের পাভেল আহমদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত পাভেল আহমদ পৌর এলাকার রনকেলী গ্রামের সব্বির আলীর ছেলে।
জানা যায়, প্রায় দুই বছর আগে সে আরব আমিরাতে যায়। গতকাল সে আরব আমিরাতের আবুধাবিতে জাবেল আলী সিটির একটি চায়না কোম্পানির প্রতিষ্ঠানে কাজে থাকা অবস্থায় এক দুর্ঘটনায় আহত হয় সে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পাভেল আহমদের বড় ভাই মোঃ নুরুজ্জামান জুবেল।