দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত একতারা প্রতীকের সমর্থকদের মিছিলে হামলার ঘটনায় মামলা হয়েছে।
এতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বরইউড়ি গ্রামের শাহ আলমের পুত্র আবু সুফিয়ান (২২), একই গ্রামের মৃত ছমির উদ্দিনের পুত্র ইদ্রিছ আলী (২৬), ইদ্রিস আলীর পুত্র সজিব মিয়া (১৮), বাওয়ালীপাড়া গ্রামের মামুন মিয়া (১৯), বরইউড়ি গ্রামের মজনু মিয়ার পুত্র শাকিল মিয়াকে (১৮) আসামী করে ও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে দোয়ারাবাজার থানায় মামলাটি রেকর্ড করা হয়।
এদিকে ঘটনার পরে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে প্রতীবাদী মিছিল বের করে স্থানীয় জনতা। মিছিলে মিছিলে আল্টিমেটামে উত্তপ্ত হয়ে পরে পুরো এলাকা।
মিছিলে প্রার্থী আবু সালেহ আল্টিমেটাম দিয়ে বলেন, 'যারা আমার সমর্থকদের উপরে হামলা চালিয়েছে ২৪ ঘন্টার ভিতরে হামলাকারীদের আটক করা না হলে তিনি আত্মহত্যা করবেন। এঘটনার পর থেকে দোয়ারাবাজার থানা পুলিশের টহলে জোরদার করা হয়।'
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, একতারা প্রতীকের মিছিলে হামলার ঘটনায় প্রার্থীর স্ত্রী লায়লী আক্তার লাকী বাদী হয়ে থানায় এজাহার দেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে মামলাটি রেকর্ড করেছে। এতে ৫ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।
গ্রেপ্তার আসামী হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বরইউড়ি গ্রামের শাহ আলমের পুত্র আবু সুফিয়ান (২২)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলভীর দোকানের পয়েন্ট হতে একতারা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবু সালেহ'র সমর্থকেরা একটি মিছিল বের করেন। মিছিলটি বরইউড়ি মাদ্রাসা পর্যন্ত গেলে নৌকার প্রার্থীর কয়েকজন সমর্থক ‘নৌকা নৌকা’ বলে মিছিলে অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলার একপর্যায়ে একতারা প্রতীকের নির্বাচনী অফিস ও প্রার্থীর বাড়িতে ভাঙচুর করা হয়। এতে কমপক্ষে ৬ জন আহত হন।
একতারা প্রতীকের প্রার্থী আবু সালেহ বলেন, ‘নৌকার প্রার্থীর কর্মীরা ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে আমাদের মিছিলে হামলা করিয়েছেন। বাংলাবাজারে এর আগেও নৌকার সমর্থকরা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন। সন্ধ্যায় মিছিলে হামলার পর ১৫ মিনিটের ভিতরে আমার নির্বাচনী অফিস ও বাড়িতে হামলা হয়েছে।'