ওসমানীনগর প্রতিনিধি : সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জাতীয় পার্টির মনোনিত লাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী বলেছেন, বিএনপি-জামায়াত যেহেতু ভোটে নেই সরকার পরিবর্তনের কোনো সুযোগ নাই। নৌকা পাশ করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, লাঙ্গল পাশ করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পরিবর্তন যেহেতু হবে না তাহলে এবার রাতেও ভোট হবে না। এবার সচ্ছ ভোট হবে। গত নির্বাচনে রাতে ভোট করার জন্য বিএনপি ভোটে আসে নাই। এবার যদি রাতে ভোট হয় তাহলে সামনে আমরাও আর আসব না।
বৃহস্পতিবার রাতে ওসমানীনগরের গোয়ালাবাজারে নির্বাচনী শেষ জনসভায় এসব কথা বলেন।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে ইয়াহিয়া চৌধুরী বলেন, আমাকে যদি ভালো না লাগে মোকাব্বির খানকে ভোট দেবেন। শান্তিতে থাকতে পারবেন। তোমাদের উপর মামলা হবে না হামলাও হবে না। আর রাগ করে যদি বাড়িতে বসে থাকেন পরে কিন্তু আওয়ামী লীগের ভাইয়েরা ছাড়বে না। মামলা টিকই দিবে বিএনপি বলে।
ইয়াহিয়া চৌধুরী আরোও বলেন, ইলিয়াস আলীর পরে আমি ওসমানীনগর-নিশ্বনাথের সবচেয়ে বেশি উন্নয়ন করেছি। দশম জাতীয় সংসদে নির্বাচনে মহাজোট থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় সার্বিক যে উন্নয়ন করেছি তা আপনারা দেখেছেন। এলাকার উন্নয়নের সার্থে লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি।
আব্দুল মুমিনের সভাপতিত্বে এবং মকবুল হোসেন ও শেখ আসসুজ্জামানের যৌথ পরিচালনায় নির্বাচনী সভায় এসময় বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য ছহুল আল রাজি, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সুফি মাহমুদ, জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আশরাফ মিয়া সিরাজ, আমিরুল ইসলাম সিকদার, লুৎফুর রহমান ফয়সল, আফতাব আলী, তেরাবালি, আতিক মিয়া, মুজিবুর রহমান, মুমহি মাহমুদ , রজিউর রহমান মানিক, মুকিদ মিয়া, জিলু মিয়া প্রমূখ।