বিশ্বনাথ প্রতিনিধি : মহান বিজয় দিবসে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে স্বাধীনতার সকল বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সদস্য কামরুল আশিকি, রাজা মিয়া।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, একজন বাঙালি হিসেবে সবার উচিত দেশের প্রকৃত ইতিহাস জানা। তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই আমাদের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানে না। সবারই উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ফসল এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের এই বীরগাঁথা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।