বিজ্ঞপ্তি : মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা বাসীকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামিল আহমদ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানান তিনি।
তিনি বলেন-'ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাঙালির বিজয়ের দিন ১৬ই ডিসেম্বর। পাকিস্তানি শোসকের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল বাংলাদেশ। সেই বিজয়ের ৫০ বছর পূর্তিতে উদযাপনে পিছিয়ে নেই বাংলাদেশ আওয়ামী লীগ।
বিজয় দিবসের শুভেচ্ছা ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও ভালবাসা জানিয়েছেন তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি জাতি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কাঙ্খিত বিজয় অর্জন করে বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল এই বাংলাদেশ৷১৬ ডিসেম্বর বিজয়ের এ দিনে আমরা একাত্তরের সেই অকুতভয় বীর সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। যাদের আত্মত্যাগে আমাদের আজকের এ বিজয়, পেয়েছি লালসবুজ পতাকা এবং মানচিত্র।