গোলাপগঞ্জ প্রতিনিধি : মহান বিজয় দিবসে ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঢাকাদক্ষিণ সরকারি কলেজে নির্মিত শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সুমিত ও সাধারণ সম্পাদক মোহাইমিনুল হক তুষারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা সাহেদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফরিদ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসিম আহমদ, ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম খান, আদনান সুলতান মাহের, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, কলেজ ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম লিমন, ছাব্বির আহমদ, শাহরিয়ার সবুজ, রেদোয়ান আহমদ, সানি আহমদ, রায়হান আহমদ, মাহিন আহমদ, সানি আহমদ প্রমুখ।