বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের আসন্ন ২০২৩-২৪ ক্রীড়া মৌসুমের ক্রিকেট বলের লীগ নিয়ে আলোচনা সভা ও নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ পৌর শহরের প্রানসী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আরব শাহ্'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুকনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি শামসুল ইসলাম মুমিন, রাসেল আহমদ, রুহেল খাঁন, সাবেক সহ-সভাপতি খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আহমদ, রহিম আহমেদ, লুৎফুর রহমান জুয়েল, শেখ নেছার আহমদ যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থা'র সভাপতি মোঃ রফিক আলী।
বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ ও অংশগ্রহণকারী ক্রিকেট ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিতে এবং সবার সম্মতিতে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
পুনরায় সভাপতি আরব শাহ্, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুকন ও নতুন সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির নির্বাচিত হন।
কমিটিতে দায়িত্ব পাওয়া বাকিরা হলেন সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম তুহেম (নবদিগন্ত স্পোর্টস ক্লাব), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান (ব্রাদারহুড), অর্থ সম্পাদক মোঃ ইমাদুর রহমান (দশঘর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন), প্রচার সম্পাদক ইব্রাহিম মিয়া (সিক্সার্স কিংস ক্রিকেট ক্লাব)।
