দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৬ বছরের
এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আপন দাদা মুক্তিযোদ্ধা সুরুজ আলী বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বোগলা ইউনিয়নের বহরগাঁও গ্রামে নিজ বসত ঘরে।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে বহরগাঁও গ্রামের ছায়াদুর রহমানের মেয়ে সানজিদা আক্তার( ৬) সাথে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে।
পারিবারিক সুত্রে জানা যায় শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে শিশুকে নিজ ঘরে বিতর ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায় ওই দাদা মুক্তিযোদ্ধা সুরুজ আলী। এ সময় শিশু সানজিদা আক্তার চিৎকার করলে তার মা এসে তাকে উদ্ধার করে। এসময় মায়ের কাছে ঘটনাটি বলে।
সোমবার(১১ ডিসেম্বর) স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন গ্রাম্য শালীসের মাধ্যমে মুক্তিযোদ্ধাকে কুরআন শপথ করিয়ে ঘটনাটি নিষ্পত্তি করেন।
এ বিষয়ে সানজিদা আক্তারের মায়ের সাথে কথা বলে জানা যায়, তিনি বলেন শুক্রবার বিকালে সানজিদা আক্তারের সাথে ঘটনাটি ঘটেছো। পরে আমি ইউপি সদস্যসহ গ্রামেবাসীকে ঘটনাটি জানানোর পর ইউপি সদস্য সোমবার রাতে মুক্তিযোদ্ধাকে কুরআন শপথ করিয়ে বিষয়টি নিষ্পত্তি করেন।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা সুরুজ আলী ঘটনাটি অস্বীকার করে বলে,তাদের সাথে আমার পারিবারিক বিরোধ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আমার উপর।
এব্যাপারে ইউ'পি সদস্য আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি শোনার পর সোমবার রাতে গ্রামশালিসের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। কুরআন শপথ বিষয়টি তিনি অস্বীকার করেন এবং ধর্ষন চেষ্টার কোন সত্যতা পাইনি।
এব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল হাসান নিকট জানতে চাইলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।