ওসমানীনগর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ সংসদীয় আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুর রব মল্লিক বলেছেন, যুক্তরাজ্যের উন্নত জীবন পরিহার করে এলাকার কৃষক, শ্রমিক মেহনতি মানুষের উন্নয়নের লক্ষ্যে দেশে ছুটে এসেছি। স্বাধীনতার পর থেকে আমাদের এলাকায় অনেক এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু একমাত্র সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী সিলেট-২ আসন ওসমানীনগর-বিশ্বনাথের উন্নয়নে কাজ করেছেন। তারপর যত এমপি এসেছেন উল্লেখ যোগ্যভাবে কোন কাজ করেননি। আমি এলাকার উন্নয়নের জন্য ব্যতিক্রম কিছু করতে চাই সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে ওসমানীনগর উপজেলার কাশিপাড়াস্ত চামেলী কমিউনিউটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়নমূলক কাজ প্রকৃত সুবিধাভাগীদের কাছে পৌঁছে দেয়া। এরই লক্ষ্যে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার রাজনৈতিক সংগঠন তৃৃণমূল বিএনপি'র একজন কর্মী হিসেবে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। আপনাদের ও জনগণের সহযোগিতার মাধ্যমে বিজয়ী হয়ে এলাকার উন্নয়ন করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, হাফিজ কামরুল ইসলাম, জমসেদ আলী, তোয়াহিদ আলী, আব্দুল হান্নান, হুসমত আলী ও মৌর আলী প্রমূখ।