গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে একটি কাভার্ড ভ্যান থামিয়ে আগুন দিয়েছে মুখোশধারীরা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের মাইজভাগ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে একটি কাভার্ড ভ্যান সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলো। চলতি পথে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের মাইজভাগ নামকস্থানে পৌঁছামাত্র ২টি মোটরসাইকেল যোগে ৪জন মুখোশধারী গাড়ির চালক ও হেলপারকে নামিয়ে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।
এদিকে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ছুটে যায়। পরে খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িতে আগুন দেওয়ার কারণে মধ্যরাতেও সিলেট-জকিগঞ্জ সড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, দুইটি মোটরসাইকেল যোগে ৪জন মুখোশধারী গাড়ি থামিয়ে চালক ও হেলপারকে নামিয়ে গাড়িতে আগুন দেয়। নাশকতাসৃষ্টির উদ্দেশ্যে এমন ঘটনা ঘটাতে পারে তারা। এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি।