গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে কুকুরের কামড়ে দুই শিশুসহ ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুসহ ১২জন রোগী কুকুরের কামড়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। এছাড়াও একই দিনে আরও বেশ কয়েকজন কুকুরের কামড়ে আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
আহতরা হলেন- উপজেলার পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের তছির আলীর ছেলে তয়মুছ আলী, ফুলবাড়ি গ্রামের সফিকুর রহমান, ছিটাফুলবাড়ি গ্রামের সুভাস রজন চক্রবর্তী, ফুলবাড়ি উত্তরপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে পারভেজ, ফুলবাড়ি গ্রামের সামির ইসলাম, ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামে ছুবু মিয়ার ছেলে শিপলু আহমদ, ছিটাফুলবাড়ি গ্রামের মোছলেম আলীর ছেলে মোকছেদ আলী, টিকরবাড়ি গ্রামের রুহানা বেগম (৩২), নেত্রকোনা জেলার মজুর আহমদের স্ত্রী শিরিন বেগম (৩০), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার ছালবন্দ গ্রামের আজির মিয়ার ছেলে ফারুক মিয়া (১৭), জাকারিয়া (১২)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮ থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক সময়ে দুই শিশুসহ ১২ জন রোগী কুকুরের কামড়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ে আহত রোগীদের ভ্যাকসিন না থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহিনুর রহমান শাহিন।