নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত (ছড়ি) প্রতিকের প্রার্থী আতাউর রহমান আতা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়ন পত্র জমাদানকালে সিলেট-৬ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেট ৬ আসনে নির্বাচন করতে আতাউর রহমান আতাসহ আরও ৫ জন তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ এমপি (নৌকা), তৃণমূল বিএনপি’র চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টির সাবেক এমপি সেলিম উদ্দিন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন ও ইসলামী ঐক্যজোটের ছাদিকুর রহমান (মিনার)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।