ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাসেবা কার্যালয়ের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ৮টি হুইলচেয়ার বিতরণ করা হয়।
উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্তের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ ভিপি।
সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা কোন সমাজের বোঝা নয়, সমাজ বিনির্মানে তাদেরকে উন্নয়নের মুল শ্রোতধারায় নিয়ে আসতে সকলের সহযোগীতা প্রয়োজন। ২০৩০ সালের টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ্য অর্জনের পথে সমৃদ্ধ বাংলাদেশের গন্তব্যে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এ কাঙ্কিত উন্নয়ন নিশ্চিত হবে তখনই, যখন উন্নয়নের এ স্রোতধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ এবং তাদের উদ্ভাবনকে সম্পৃক্ত করা যাবে। এ লক্ষ্যে সরকার কাজ করছে। তাদের জন্য শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থানের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম,তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উসক মশিউর আলম মুছাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
