ওসমানীনগর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে সিলেটের ওসমানীনগরে সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সকাল ১২টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজীব দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্তের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ ভিপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক,উসক মশিউর আলম মুছা ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা মোটরসাইকেল ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, শেখ হাফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনুর রশীদ, হযরত সৈয়দ বসারত আলী (রহঃ) ওয়েলফেয়ার এসাসিয়েশনের সাধারণ সম্পাদক শিপন আহমদ, কুরুয়া হেমন্ত সাংস্কৃতিক সংঘের মহাপরিচালক দুলন চন্দ্র দেবনাথসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে রুয়া হেমন্ত সাংস্কৃতিক সংঘ, সিলেট জেলা মোটরসাইকেল ইঞ্জিনিয়ারিং এসাসিয়েশন, শেখ হাফিজ ফাইন্ডেশন ও হযরত সৈয়দ বসারত আলী (রহঃ) ওয়েলফেয়ার এসাসিয়েশনের মধ্যে ২০ হাজার করে ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
