প্রেস বিজ্ঞপ্তি : ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স এন্ড কমার্সের ডাইরেক্টর, সাবেক চেয়ারম্যান মাতাব চৌধুরীর উপর রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয়েছে। এ খবর প্রত্যেক বন্দরে পৌছে দেয়া হয়েছে। কতিত আছে মাতাব এ মামলা থেকে রেহাই পেতে লন্ডনে গিয়ে বিচারপতি সামসউদ্দীন চৌধুরীকে ক্যামব্রিজহীথ রোডে মারপিট করেন বলে তথ্য পাওয়া গিয়েছে ।
মাতাব চৌধুরী যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ছিলেন এবং বিএনপি ক্ষমতায় থাকার সময় তার নিজ গ্রামের মানুষের জমি দখলসহ অনেক অপকর্মে লিপ্ত ছিলেন ।
মাতাব চৌধুরীর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে তিনি বাংলাদেশের বিচার বিভাগকে হেও প্রতিপন্ন করে বাংলাদেশের মান ক্ষুন্ন করেঁছেন । স্বাধীনতা পরবর্তী সময় থেকে মাতাবরা সিলেটের বিয়ানীবাজার নয়াগ্রামে শ্রী প্রমতবাবুর সম্পত্বিতে বসবাস করঁছেন । বর্তমানে বিয়ানীবাজারের উপজেলার বাসিন্দা তিনি।