বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, 'নৌকা উন্নয়ন ও শান্তির প্রতীক। নৌকায় ভোট দিলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আমার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী সকল দরজা খুলে দিয়েছেন। যদি আপনারা নির্বাচিত করেন তাহলে কেউ আর বঞ্চিত থাকবে না। দলমত নির্বিশেষে সবাই কে উন্নয়ন উপহার দিতে চাই।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলার মিয়ার বাজারে দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের ৭,৮,৯ নং ওয়ার্ড আয়োজিত নির্বাচনী গণসংযোগ পরবর্তী জনসভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, 'বাংলাদেশ উন্নয়নের মাহাসড়কে চলছে। কিন্ত সিলেট-২ আসন (ওসমানীনগর-বিশ্বনাথ) পিছিয়ে পড়েছে। আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমার ভাই সিলেট সিটি করর্পোরেশনের মেয়র আপনাদের এলাকার সন্তান আনোরুজ্জামান চৌধুরীকে সাথে নিয়ে দেশের উন্নয়নে সাথে মিলিত হয়ে কাজ করব। ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত আমরা কাঙ্কিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম। যারা এমপি হয়েছিলেন তারা তাদের আখের গুছিয়েছেন। নিজেদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। কিন্তু আমাদের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্টানসহ দেখার মতো কোনো উন্নয়ন হয়নি। আপনাদের মনের দুঃখ জননেত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছেন। তাই তিনি আমাদের নৌকা আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞাতা প্রকাশ করছি।'
ইস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব টুনু মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সিলেট জেলা চেম্বার্স এন্ড কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল খালিক, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জবেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দস আলী, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া দশঘর ইউনিয়নের মাছুখালি বাজার ও দেওকলস ইউনিয়নের মান্দারুকা গ্রামে আরও পৃথক দুটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।