জৈন্তাপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, দেশের ৪ বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সিলেট ৪- আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার এমপি পদপ্রার্থী ইমরান আহমেদ এর বিজয় নিশ্চিত করতে জৈন্তাপুর উপজেলায় ব্যাপকভাবে সভাসমাবেশ গণসংযোগ করে যাচ্ছে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ।
প্রতীক বরাদ্দের পর থেকেই উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী শিডিউল অনুযায়ী উপজেলার ৬টি ইউনিয়নে বিভিন্ন এলাকায় সভাসমাবেশ গণসংযোগ চালিয়ে ভোটারদের উৎসাহিত করে আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আহবান জানানো হচ্ছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলার চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী সভায়, শেখ হাসিনার হাত ধরে সমুদ্র বিজয়, পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি টানেল, সারাদেশে মডেল মসজিদ, মুজিববর্ষে ঘর নির্মাণ, বিভিন্ন ভাতা সহ সরকারের অভাবনীয় উন্নয়ন কার্মকান্ড তোলে ধরেন বক্তারা। সেই সাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ভোটকেন্দ্র গিয়ে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জালাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চিকনাগুল ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক সম্পাদক মকবুল আলী মঙ্গল, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপেন্দ্র কুমার, সদস্য আলী আহমেদ, বাদশাহ মিয়া, সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, কৃষক লীগের যুগ্ম আহবায়ক কয়ছর আহমেদ, শরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত আলী, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সোনারা বেগম, আওয়ামী লীগ নেতা, আব্দুল ওয়াহিদ চৌধুরী, ইব্রাহিম আলী, আব্দুল মোমেন, সেলাল আহমেদ, অহিদুর রহমান মেম্বার, ইউসুফ আহমেদ সুজন,নুরুল ইসলাম মঞ্জুর, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ কামাল আহমদ প্রমূখ।