নুর মোহাম্মদ মোল্লা : সাইক্লিস্টস উইকেন্ড রাইড WEEKEND RIDE 179 (secial) এর বছরের শেষ গন্তব্য ছিল পরিবেশবিদ মতিন সৈকতের বাড়িতে এসে সাক্ষাৎ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুর বাংলাদরশ পরিবেশ স্কুল পরিদর্শন এবং পরিবেশ বিষয়ক বিভিন্ন কার্যক্রম সরেজমিনে দেখেন।
জানা যায়, যুগপূর্তি বর্ষে কুমিল্লা সাইক্লিস্ট পরিবেশ বান্ধব বাহন সাইকেলকে নিয়েই তারা খুঁজে ফিরে কুমিল্লার ইতিহাস ঐতিহ্য৷ কুমিল্লা সাইক্লিস্টস শরীর চর্চা এবং পরিবেশ সুরক্ষায় প্রতি সপ্তাহে সুস্থ বিনোদনে আনন্দ ভ্রমণের আয়োজন করে। স্কুল পড়ুয়া থেকে বিভিন্ন বয়সের এক মেল বন্ধন তাদের। ১৮ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ত দেন মাহমুদুল হাসান ইফাজ।
বাংলাদেশ পরিবেশ স্কুলের প্রতিষ্ঠাতা কৃষি পরিবেশ ও সামাজিক উন্নয়নে তিনবার জাতীয় পদক প্রাপ্ত পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন পরিবেশ বিষয়ে তাদেরকে ব্যাখ্যা করেন। স্থানীয় জনগণের সাথে কিভাবে মিলে মিশে কাজ করতে হয় তা তুলে ধরেন।