জৈন্তাপুর প্রতিনিধি : আর্তমানবতার সংগঠন জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার উদ্যোগে আয়োজিত সাধারণ সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে সংগঠনের মাননীয় গ্রুপনেতা জামাল আব্দুন নাসের বলেন, জৈন্তাপুর প্রবাসী গ্রুপের তত্বাবধানে অসহায়, মেহনতি ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সাধ্যানুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। প্রবাসে অবস্থানরত জৈন্তা মায়ের রেমিট্যান্স সন্তানেরা ঐক্যবদ্ধ। বর্তমানের ন্যায় আগামী বছরগুলোতে প্রবাসী গ্রুপের অনুদান আরো বহুগুণ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।
জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার সিনিয়র সহ সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) জিয়াউল ইসলামের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মোশাহিদ আলী ও দফতর সম্পাদক হোসেন এম আলমগীর এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কাতার শাখার উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম।
এ সময় বিশিষ্ট ট্রাভেলস ব্যাবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ শাহজাহান আলমকে কাতার ভ্রমণে সংবর্ধনা দেয়া হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী আবুল কালাম, জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার নির্বাহী উপদেষ্টা আতিকুর রহমান ডালিম, সহ সভাপতি নুরুল আমীন, উপদেষ্টা এম বিলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু আম্বিয়া, উপদেষ্টা সোহেল আহমদ, সহ সভাপতি ইকবাল হোসেন।
এ সময় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার সভাপতি আলহাজ্ব সোলাইমান আজিজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক ফাহাদ আহমদ, আলতাব হোসেন, সহ সাধারণ সম্পাদক সুহেল আহমদ, কোষাধ্যক্ষ মঞ্জুর আহমদ পলাশ, আপ্যায়ন সম্পাদক নজরুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ছয়ফুল আলম, সহ দফতর সম্পাদক শাহরিয়ার আলম শিহাব, সদস্য শাহ আলম,নুর আহমদ, জুবায়ের আহমদ, সুহেল আহমদ, আব্দুল বারী, হেলাল আহমদ, শাহিন আহমদ, মুদসসির আলি, মোহাম্মদ হাসান, বাবুল আহমদ প্রমূখ।
সভায় দরবস্ত ফান্দু নিবাসী মোহাম্মদ আলাউদ্দিন নতুন দাতা সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেন। সভার শেষে দেশ ও বিদেশের সকল অসুস্থ ও বিপদগ্রস্ত দের সাহায্যে দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ জাকারিয়া আহমদ।