ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে ইসমাইল আলী (৬৬) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি প্রায় ৬ দিন থেকে নিখোঁজ রয়েছেন।
শনিবার (৯ ডিসেম্বর) এ ঘটনায় নিখোঁজ ব্যাক্তির স্ত্রী রিজিয়া খাতুন সন্ধান পেতে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে জানা যায়, নিখোঁজ ব্যাক্তি উপজেলার তাজপুর ইউনিয়নের কামিনীকান্দি গ্রামের মৃত ছমরু মিয়ার ছেলে। তার উচ্চতা অনুমান ৫ ফিট ৫ ইঞ্চি গায়ের রং কালো পরনে লুঙ্গি এবং জ্যাকেট ছিল। মুখমন্ডল গোলাকার চোখের বর্ণ কালো। চুল কালো ও মাঝারি আকৃতির। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। গত ৬ ডিসেম্বর সন্ধ্যা ছয় টার দিকে বাড়ি থেকে বাহির হইয়া যায়। পরে আর বাড়িতে ফিরে আসেনি। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। না পেয়ে নিখোঁজ ব্যাক্তির সন্ধান পেতে তার স্ত্রী ওসমানীনগর থানায় একটি লিখিত আবেদন করেছেন ।
নিখোঁজ ব্যাক্তির স্ত্রী রিজিয়া খাতুন বলেন, আমার স্বামী একজন মানসিক ভারসাম্যহীন, তিনি কানে শুনেন না। সে বুধবার সন্ধ্যায় হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যান। পরে আর বাড়িতে ফিরে আসেন নি। আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ-খবর করতে থাকি। তাকে না পেয়ে শনিবার ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছি। এখন তার কোনো সন্ধান পাওয়া যায় নি। যদি কোনো স্ব-হৃদয়বান ব্যাক্তি তাহার সন্ধান পেয়ে থাকেন তাহলে উল্ল্যেখিত নাম্বারে (+৮৮০১৭২৬২৫৫৭১৮) যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি।