নবীগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ৮ জন প্রার্থী।
বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা জেলা রিটানিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।
হবিগঞ্জ জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে যে ৮ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, তারা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত আসনের সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ, জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মোঃ হারিছ মিয়া, ইসলামী ঐক্যজোট বাংলাদেশের মোস্তাক আহমেদ ফারকানী, কৃষক-শ্রমিক-জনতা লীগের মোঃ নুরুল হক, জাকের পার্টির ইয়াসমিন আক্তার মুন্নি, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী।
