নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে সামাজিক সংগঠন আমড়াখাইর লাল সবুজ যুব সংঘের উদ্যোগে উপজেলার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির প্রায় ২শত শিক্ষার্থী ৩য় মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করে মোট ২০ জন শিক্ষার্থী পাস করে।
মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয় এবং বিশ পিচ লেপ বিতরণ করা হয়েছে। আমড়াখাইর লাল সবুজ যুব সংঘ দীর্ঘদিন থেকে উপজেলায় অনেক সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন। মহামারী করোনা সংকটেও তারা অনেক মানব সেবা মূলক কাজ ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে।
শনিবার (২৫ নভেম্বর ) বিকাল ৪ টায় আমড়াখাইর লাল সবুজ যুব সংঘের প্রধান উপদেষ্টা আবুল হোসেন এর সভাপতিত্বে ও এবিসি ইন্টারন্যাশনাল স্কুল নবীগঞ্জ এর সহকারী শিক্ষক জাবেদুর রহমানের পরিচালনায় বাজার সংলগ্ন মাঠে বৃত্তি পরীক্ষার পুরস্কার প্রদান ও লেপ বিতরণ ও সভা অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন আমড়াখাইর লাল সবুজ যুব সংঘের সভাপতি সাহেদ আহমেদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের চেয়ারম্যান রঙ্গলাল দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ২ নং বড় ভাকৈর (পৃর্ব) ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন ছুবা , বিবিয়ানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানু মনি সরকার, নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও আমড়াখাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমেষ চন্দ্র দাশ, নবীগঞ্জ থানার এএসআই জামাল হোসেন, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, লুৎফুর রহমান, আল আমিন আহমেদ সাজু, জুনেদ আহমেদ, সৈয়দ শোয়েব আলী, ডা. রথীন্দ্র বৈঞ্চব প্রমুখ।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ৫ম শ্রেণিতে ১০ জন পাস করে তারা হলেন, ১ম স্থান অর্জন করে রাইজিং সান কিন্ডারগার্টেন স্কুলের হৃদয় দাশ, ২য় স্থান অর্জন করে রাইজিং সান কিন্ডারগার্টেন স্কুলের সম্রাট দেবনাথ, ৩য় স্থান অর্জন করে রাইজিং সান কিন্ডারগার্টেন স্কুলের শ্রেয়া তালুকদার , ৪র্থ স্থান অর্জন করে আনোয়ারা বেগম কিন্ডারগার্টেন স্কুলের স্পন্দন দাশ, ৫ম স্থান অর্জন করে রাইজিং সান কিন্ডারগার্টেন স্কুলের সৃষ্টি রাণী, ৬ষ্ঠ স্থান অর্জন করে সোনাপুর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রকাশ দাশ,৭ম স্থান অর্জন করে রাইজিং সান কিন্ডারগার্টেন স্কুলের অর্ঘ্য দাশ, ৮ম স্থান অর্জন করে আনোয়ারা বেগম কিন্ডারগার্টেন স্কুলের ঐশী দাশ, ১০ম স্থান অর্জন করে আনোয়ারা বেগম কিন্ডারগার্টেন স্কুলের অর্পূব দাশ।
৮ম শ্রেণিতে ৫ জন পাস করে। তারা হলেন, ১ম স্থান অর্জন করে বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুষ্পিতা দাশ, ২য় স্থান অর্জন করে বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সুমি দেবী, ৩য় স্থান অর্জন করে বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রেরণা তালুকদার, ৪র্থ স্থান অর্জন করে বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মুক্তা রাণী দাশ, ৫ম স্থান অর্জন করে ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রিয়া রাণী ঘোষ।
১০ম শ্রেণিতে ৫ জন পাস করে তারা হলেন ১ম স্থান অর্জন করে এস.এন.পি উচ্চ বিদ্যালয় ও কলেজের পৌষি দাশ, ২য় স্থান অর্জন করে এস.এন.পি উচ্চ বিদ্যালয় ও কলেজের পল্লব দাশ প্রলয়, ৩য় স্থান অর্জন করে বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সুমা রাণী দাশ, ৪র্থ স্থান অর্জন করে এস.এন.পি উচ্চ বিদ্যালয় ও কলেজের মৌলি দাশ সুচি, ৫ম স্থান অর্জন করে এস.এন.পি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রান্ত দাশ।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সংবাদকর্মী, শিক্ষার্থী, অভিভাবকগন উপস্থিত ছিলেন।
এছাড়াও এলাকায় গরীব অসহায় মানুষের মধ্যে বিশ পিচ লেপ বিতরণ করা হয়েছে।
