দোয়ারাবাজার প্রতিনিধি : বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বাংলা বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বাংলাবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় আঞ্চলিক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতিত্বে করেন-ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম।
যুবলীগ নেতা নুরুল হুদার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার শফর আলী, আনফর আলী, সোহেল আহমদ মিন্টু, ফারুক আহমদ,শুকুর আলী, মোহাম্মদ আলী, সাবেক মেম্বার আব্দুল হাই, গোলাম রহমান, শরিফ উল্লা ও প্রমুখ।
বিএনপি ও জামায়াতের দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে উন্নয়ন ও শান্তি সমাবেশের কথা বলা হলেও এই সমাবেশ ছিল উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার দাবি নিয়ে। উপস্থিত নেতারা সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপিকে নির্বাচিত করতে ঐক্যের ডাক ঘোষণা করেন। আগামী নির্বাচনে মুহিবুর রহমান মানিক এমপির পক্ষে নৌকার মনোনয়ন দাবি করেন তারা।
এ সমাবেশে নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্ত করতে রাজধানীতে সমাবেশের নামে বিএনপি-জামায়াত নৈরাজ্যের সৃষ্টি করেছে।
প্রধান অতিথি বক্তব্যে বলেন- আওয়ামীলীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এ সময় তিনি আওয়ামীলীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন ও বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমান মানিক কে পুনরায় নির্বাচিত করার দাবী জানান।
