বিশ্বনাথ প্রতিনিধি : বিএনপি-জামায়াতের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে পৌর শহরের বসিয়া ব্রিজের উপর এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, উন্নয়নের ধারা ব্যাহত করতে বিএনপি-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন তারা হরতাল-অবরোধসহ সন্ত্রাসী নৈরাজ্য চালাচ্ছে। তাদের এ কর্মসূচি দেশ ও জনগণের বিরুদ্ধে। এ ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতাকর্মীরা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক সাইদ, ত্রাণ বিষয়ক সম্পাদক আবদুল মতিন, সহ প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আবদুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।