গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে নবনির্মিত দৃষ্টিনন্দন ফিস সেড'র উদ্বোধন করলেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সিলেট-৬ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজারে উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে ও উপজেলা পরিষদের বাস্তবায়নে এ ফিস সেড'র উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য হাজী আতাউর রহমানের সভাপতিত্বে ও বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সদস্য তমিজ উদ্দিন, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ইউপি সদস্য রাসেল আহমদ, মিজানুর রহমান মিজান, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈলেশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ললাই মিয়া, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মান্না, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুক্রুর, সাধারণ সম্পাদক আব্দুল করিম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম, সয়েফ আহমদ, উপজেলা যুবলীগ নেতা মো: নাজিম উদ্দীন, বাদেপাশা ইউনিয়ন যুবলীগ নেতা রাসেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সুজন আহমদ খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: সাদী প্রমুখ।